Home » কক্সবাজারে পাহাড় ধ্বসে ৬ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধ্বসে ৬ রোহিঙ্গার মৃত্যু

কর্তৃক মেহেরপুর রিপোর্ট
114 ভিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ও পানিতে ভেসে ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে বালুখালী ক্যাম্প-১০-এ পাহাড় ধসে মারা গেছেন ৫ জন। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। আর পালংখালী ক্যাম্প-১৮-এ পানিতে ভেসে গেছে এক রোহিঙ্গা শিশু। মঙ্গলবার বেলা ১১টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামুদ্দৌজা নয়ন বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। বৃষ্টিতে খালে গোসল করতে নেমে পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। তখন থেকে উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয় শিবিরে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

0 মন্তব্য
0

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন