Home » কক্সবাজার হিমছড়ি পয়েন্টে বিশাল আকৃতির মৃত তিমি!

কক্সবাজার হিমছড়ি পয়েন্টে বিশাল আকৃতির মৃত তিমি!

কর্তৃক মেহেরপুর রিপোর্ট
242 ভিউজ

বিডি জার্নাল ৭১ ডেস্ক ;
০৯ এপ্রিল শুক্রবার,

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এল একটি বড় মৃত তিমি। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানা গেছে।

তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে।

পরে ভাসতে ভাসতে সৈকতে এসেছে। মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।

0 মন্তব্য
0

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন