Home » মুজিবনগরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন

মুজিবনগরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন

কর্তৃক মেহেরপুর রিপোর্ট
309 ভিউজ

মুজিবনগরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন
মেহেরপুর রিপোর্টঃ

মুজিবনগর উপজেলায় গতকাল মঙ্গলবার রাত ৮ সময় আসা রিপোর্টে ৯ জনের করোনা সনাক্ত হয়।আজ বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেলা ১১ টার দিকে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে লকডাউন করা হয়।
করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন এর বিষয়ে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন,
মুজিবনগর উপজেলায় নতুনভাবে শনাক্তকৃত ০৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর বাড়ি আজ বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্হ্য বিভাগের এর পক্ষ থেকে লকডাউন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান। এসময় প্রতি বাড়ি বাড়ি গিয়ে করোনা পজিটিভ রোগিদের সার্বিক খোঁজখবর নেওয়া হয় ও প্রয়োজনীয় চিকিৎসা পত্র প্রদান ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া যাদের খাদ্য/আর্থিক সাহায্য প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। একইসাথে লকডাউন না মানলে যে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যাপারেও পরিবারগুলোকে সতর্ক করা হয়েছে।এছাড়া
মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমন রোধে উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
আপনারা ঘরে থাকুন সুস্হ্য থাকুন এবং জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে গেলে মাস্ক ব্যাবহার করুন।

০ মন্তব্য
0

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন