Home » মুজিবনগরে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

মুজিবনগরে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

কর্তৃক মেহেরপুর রিপোর্ট
132 ভিউজ

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে মো: শাওন শেখ (২২) ও মো: মাসুদ (২০) নামের দুই যুবককে ৫১ (একান্ন) বোতল ফেনসিডিলসহ আটক করেছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই জন কে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মুজিবনগরের সোনাপুর গ্রামের মো: ইসলাম বিহারী ছেলে মো: শাওন শেখ (২২) ও এই এলাকার মো: তাহাজউদ্দিনের ছেলে মো: মাসুদ (২০)।

ডিবির ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এস আই (নিঃ)/মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ)/আহসান হাবীব ও এএসআই (নিঃ) মো: ইব্রাহিম বিশ্বাস, এএসআই (নিঃ)/মো: হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর থানার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৫১ (একান্ন) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন