Home » মেহেরপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

কর্তৃক মেহেরপুর রিপোর্ট
3183 ভিউজ

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে বাশার মোল্লা (৫৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

নিহতের ছেলে সালাউদ্দীন জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের মাঠপাড়ায় ইট ও বালি দিয়ে একটি ডিভাইডার তৈরি করে গ্রামবাসী। ওই সড়ক দিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত যানে করে নুরজাত কোম্পানির মালামাল নিয়ে যাচ্ছিলেন এক ডেলিভারিম্যান। এসময় সালাউদ্দীনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে দুপুরে কয়েকজন নিয়ে এসে সালাউদ্দীনের সঙ্গে ফের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় সালাউদ্দীনের বাবা বাধা দিলে তাদের দুজনকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাশার মোল্লা মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

০ মন্তব্য
0

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন